বাংলাদেশ স্কাউটস,কক্সবাজার জেলা,বিমান বন্দর সড়ক,কক্সবাজার।স্কাউটিং হচ্ছে একটি অরাজনৈতিক, অসম্প্রদায়িক, স্বেচ্ছাসেবী আন্দোলন ও সহ শিক্ষা কার্যক্রম হিসাবে স্কাউটিং ছেলে-মেয়ে নির্বিশেষে শিশু, কিশোর ও তরুনদের, চরিত্রবান ও আদর্শ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েল (বিপি) ইংল্যান্ডে যে আন্দোলন সুচনা করেন; কালক্রমে তা বিশ্ব ব্যাপী অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করে। প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যুব সম্প্রদায়কে সুসংগঠিত করে চরিত্র গঠন ও দেশ প্রেমিক সুনাগরিক সৃষ্টিতে এই আন্দোলন বলিষ্ট ভূমিকা পালন করছে। বাংলাদেশ স্কাউটস্ কক্সবাজার জেলা এতদঞ্চলের স্কাউটস্ আন্দোলন সম্প্রসারন, উন্নয়ন ও বিকাশে অক্লামত্ম পরিশ্রম করে যাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS